পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ
- By Jamini Roy --
- 08 December, 2024
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রবিবার (৮ ডিসেম্বর) সকালে সিরিয়ার দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়। তবে তিনি কোথায় গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এরই মধ্যে বিদ্রোহী যোদ্ধারা ঘোষণা দিয়েছে যে, গুরুত্বপূর্ণ হোমস শহর তাদের দখলে চলে এসেছে। শনিবার থেকে শুরু হওয়া একদিনের তীব্র সংঘর্ষের পর বিদ্রোহীরা রোববার সকালে এই শহর নিয়ন্ত্রণে নেয়। শহরটি দখল করার পর বিদ্রোহীরা উৎসব শুরু করে।
বিদ্রোহীরা হোমস শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আসাদ বাহিনী তাদের সেনা প্রত্যাহার করে নেয়। সেনাবাহিনী সরে যাওয়ার পর হাজার হাজার শহরবাসী রাস্তায় নেমে আসেন। তারা স্লোগান দেন, "আসাদ পালিয়েছে, হোমস মুক্ত" এবং "সিরিয়া দীর্ঘজীবী হোক"। বিদ্রোহীরা এ সময় শহরের বিভিন্ন অংশে বিজয়ের পতাকা উত্তোলন করে।
হোমস দখলের পর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্ক শহরের কেন্দ্রস্থলে কোনো সরকারি সেনার উপস্থিতি দেখা যায়নি। হাজার হাজার মানুষ গাড়ি এবং পায়ে হেঁটে শহরের প্রধান চত্বরে জড়ো হন। তারা বিদ্রোহীদের সঙ্গে মিলে স্বাধীনতার স্লোগান দিতে থাকেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড়াল দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিমানটিতে প্রেসিডেন্ট আসাদ ছিলেন। বিমান ছেড়ে যাওয়ার সময় সরকারি সেনারা বিমানবন্দরে উপস্থিত ছিল।
বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর সেদনায়ার একটি বড় কারাগার ভেঙে বহু বন্দিকে মুক্ত করে। এ ঘটনায় জনতা বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে শহরজুড়ে উদযাপন শুরু করে।
বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেন, "আমরা সিরিয়ার জনগণের পাশে আছি। কারাগারের বন্দিদের মুক্ত করা এবং সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের অবসান ঘটানোর খবরে আমরা আনন্দিত।"
সিরিয়ায় বিদ্রোহীদের এই বিজয় এবং প্রেসিডেন্ট আসাদের অজানা গন্তব্যে পালানো দেশের রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে নতুন দিক উন্মোচন করেছে। বিদ্রোহীদের এই বিজয় কি নতুন সরকারের পথ প্রশস্ত করবে নাকি আবারও সংঘাতের সূত্রপাত ঘটবে, তা নিয়ে আলোচনা চলছে।
সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি এখন দেশটির পরবর্তী কার্যক্রমের দিকে।